রবি মিনিট অফার ২০২৩ – রবির মিনিট অফার কোড

আপনি কি রবি সিমের মিনিট অফার সম্পর্কে জানতে চান? তবে আমি বলব আপনি একজন সঠিক জায়গায় এসেছেন। কেননা আমরা এই আর্টিকেলে প্রকাশ করতে চলেছি রবি সিমের বেশ কিছু মিনিট অফার সম্পর্কে। যে অফারগুলো সম্পর্কে জানলে আপনিও হয়তো আপনার প্রয়োজনে এই মিনিট অফার গুলো কিনে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন নির্দিষ্ট মেয়াদ অব্দি।

সাধারণত গ্রাহকদের উদ্দেশ্যে রবি অপারেটর যেই মিনিট অফার গুলো দিয়ে থাকে এই অফার গুলো দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এবং খুবই কম টাকায় উপভোগ করতে পারে রবি সিমের সমস্ত গ্রাহকরা। তাই আপনিও চাইলে বেশ কিছু মিনিট অফার কিনে নিতে পারেন আমাদের এই আর্টিকেলের অফার গুলো অনুযায়ী। তাই আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক রবি সিমে সমস্ত মিনিট অফার।

রবি ৮ টাকায় ১০ মিনিট

প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো রবি সিমের সবচাইতে ছোট একটি মিনিট অফার সম্পর্কে। অনেকেই এই ছোট মিনিট অফার গুলোর সন্ধান করে থাকে। যাতে করে খুব সহজেই অফারটি শেষ করা যায়। তাই আপনি চাইলেই দশ মিনিট কিনে দিতে পারেন শুধুমাত্র ৮ টাকায়।

৮ টাকায় এই ১০ মিনিটের অফারটি যদি আপনি পেতে চান সেক্ষেত্রে ডায়াল করতে হবে *০*১# কোড টিতে। এবং এই ছোট্ট মিনিট অফারটির মেয়াদ রয়েছে সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত।

রবি ৪৩ টাকায় ৬৫ মিনিট

আপনি যদি সর্বোচ্চ দুই দিন মেয়াদী রবি সিমের মিনিট অফার সন্ধান করে থাকেন। সেক্ষেত্রে আমি বলব আপনার জন্য এই অফারটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনারা সর্বোচ্চ দুই দিন মেয়াদে ৬৫ মিনিট কিনে নিতে পারবেন শুধুমাত্র 43 টাকায়।

৪৩ টাকায় ৬৫ মিনিট অফারটি নিতে ডায়াল করুন *০*৪# ।

রবি সাপ্তাহিক মিনিট অফার:

আপনি যদি সাপ্তাহিক কোন মিনিট অফার নিতে চান সে ক্ষেত্রে আপনি বেশ কিছু মিনিট অফার পাবেন যেই অফার গুলো সাধারণত সাত দিন পর্যন্ত মেয়াদ হয়ে থাকে। নিচে আমরা বেশ কিছু অফার সম্পর্কে প্রকাশ করছে যে অফার গুলো আপনি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

রবি ৬৪ টাকায় ১০০ মিনিট

রবি অপারেটর গ্রাহকদের উদ্দেশ্যে শুধুমাত্র ৬৪ টাকায় ১০০ মিনিট অফার প্রকাশ করেছে। যাতে করে প্রতিটি গ্রাহকরা কম টাকায় মিনিট অফার গুলো উপভোগ করতে পারে। তাই আপনিও চাইলে ৬৫ টাকায় ১০০ মিনিট অফারটি কিনে নিতে পারেন *০*৫# ডায়াল করে।

রবি ৯৯ টাকায় ১৬০ মিনিট
মেয়াদ – ৭দিন
কোড – *০*৬#

এছাড়াও ছোট-বড় অনেক মিনিট অফার রয়েছে যে অফার গুলো সাধারণত প্রতিটি রবি গ্রাহক রায় উপভোগ করতে পারবে নিচে আমরা রবি সিমের সমস্ত মিনিট অফার একই সঙ্গে প্রকাশ করছি আপনারা এই অফার গুলো থেকে নিজেদের পছন্দ মতন যে কোন অফারটি কিনে দিতে পারবেন নির্দিষ্ট ডায়াল কোড ডায়াল করে।

৫ মিনিট টাকা। ৩.০৪ *8666*002# 04 ঘন্টা

12 মিনিট টাকা 4.31 *8666*055# 06 ঘন্টা

12 মিনিট+12MB+ 12 এসএমএস টাকা 12.18 *8666*12# ২ 4 ঘন্টা

25 মিনিট টাকা 14 14 টাকা রিচার্জ করুন 16 ঘন্টা

95 মিনিট টাকা 59 *0*5# 7 দিন

105 মিনিট টাকা 64 রিচার্জ করুন 64 টাকা 7 দিন

170 মিনিট টাকা 99 *0*6# 7 দিন

205 মিনিট টাকা 118 118 টাকা রিচার্জ করুন 10 দিন

285 মিনিট টাকা 183 *0*9# 30 দিন

335 মিনিট টাকা 198 *123 *194# 30 দিন

360 মিনিট টাকা 218 218 টাকা রিচার্জ করুন 30 দিন

380 মিনিট টাকা 224 রিচার্জ করুন 224 টাকা 30 দিন

উপরে সমস্ত মিনিট অফার গুলোর সঙ্গে বিস্তারিতভাবে জানানো রয়েছে অফারের দাম এবং ডায়াল কোড। যাতে করে দাম সম্পর্কে এবং কিনতে আপনাদের কোন রকম অসুবিধা না হয়। শুধুমাত্র নির্দিষ্ট ডায়াল কোডে ডায়াল করে আপনি পছন্দের অফারটি কিনে নিতে পারবেন মুহূর্তেই। তাই এক্ষুনি রিচার্জ করুন অথবা ডায়াল করুন আপনার পছন্দের অফারটির ডায়াল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.